নীল কষ্ট

নীল কষ্ট

শুরু করছি কমন একটা কথা দিয়ে....................আমায় যে এভাবে লিখতে হবে কখন ও ভাবিনি.........,..........কষ্টটাকে নিজের মাঝে আবদ্ধ রাখার ব্যার্থ চেষ্টা করে না পেরে লিখছি........................'

কারো সাথে rltn করার ইচ্ছা কোন সময়ই ছিল না আমার,,অবশ্য stdnt lyf এর পুরো ১২টি বছর অর্থ্যাত্‍hsc tst xm পর্যন্ত ভালোই কাটছিলো একাকী জীবন...............খাওয়া,ঘুম,পড়া,কলেজ,প্রাইভেট,ফেবু আর চ্যাটিং...... .....


ওর সাথে ঠিক কবে প্রথম কথা মনে নেই.,.তবে যতদূর মনে পড়ে 2011এর মাঝের দিকে...'মাঝে মধ্যে চ্যাট এ কথা হতো.......ভালোই লাগতো ওর সাথে কথা.... .....,কথায় কথায় জানতে পারলাম ও তখন cls 9 এ.......'(আগেই ওর info তে hometown দেখেছিলাম আমাদের এলাকাতেই)আর বাসা আমাদের পাশেই.....,....''তখন থেকেই ওর প্রতি আমার আগ্রহ বেড়ে গেল,...........প্রতিদিনই কথা হত...........'এভাবে দুজন মোটামুটি ভালো বন্ধু হয়ে গেলাম,................,প্রতিনিয়ত কথা বলার ফলে ওর প্রতি ক্রমশ দুর্বল হতে লাগলাম.....................এভাবে কেটে গেল প্রায় ৫মাস...,

আমি আর পারছিলাম না ওকে ম্যাজিক কথাটা না বলে থাকতে,.............কথায় কথায় বোঝাচ্ছিলাম যে ওকে যে আমি ভালবেসে ফেলেছি.......শেষে সিদ্ধান্ত নিলাম প্রোপজ করার..........ওকে বললাম রাত ১১টার সময় ফেবু তে থাকতে.......,.

01.01.12
যথারীতি ঠিক ১১টার সময় ওকে fb inbx a সালাম দিলাম,..,.সাথে সাথে rply পেলাম.....আমি সরাসরি আসল কথায় গেলাম,........'

বললাম: আমরা ত ভালো বন্ধু তাই না?,,..

বলল: হ্যা.......,.

বললাম:আমরা কি সারা জীবনের জন্য বন্ধু হতে পারি না..,....

বলল:বুঝিনি 

বললাম:i lv u 

বলল: i'm in lv 

এই rply টা আমার কাছে ছিল সম্পূর্ণ unxpctable ছিল না.........যাই হোক কথা না বাড়িয়ে........lg out করে fb থেকে বের হলাম,,...........',,., বাইরে ছিলাম...,...বাসায় আসলাম.............সারা রাত ঘুম আসল না......দুদিন পর অপরিচিত একটা male id থেকে msg আসল 

,.."Shaxxx accept me" 

(আমি প্রায় sure ছিলাম এটা ওর msg..).....reply দিলাম:ওকে,ভাইজান.......

বলল: ভাই না,বোন,.........

বললাম:বিশ্বাস হচ্ছে না(যদিও sure ছিলাম) 

বলল:এতো তারাতারি ভুলে যাবে ভাবিনি........তা কেমন আছ?.

আর কথা না বাড়িয়ে বললাম:কেমন আছি তা আমার থেকে তুমি ভাল জান...,.....
,..,এভাবে আবার কথা বলা শুরু হল........'বলল আমি ইচ্ছে করলে ওর জন্য wait করতে পারি তবে.,,
তবে কি?
বললাম:কথা দিতে হবে তুমিই তোমার কথা রাখবে,........,
বলল:চেষ্টা করবে......,',.

এভাবেই শুরু হয় দুজনার পথচলা................দিন গুলো স্বপ্নের মত কাটছিলো.,.কিন্তু হঠাত্‍ সবকিছু থমকে দাড়াল....................'আগেই ও বলছিল আর একটা ছেলের সাথে ওর rltn ছিল তবে জানতাম না যে ওদেরbrk up হওয়ার আগেই ও আমার সাথে engaged হয়..........আরো জানলাম ছেলেটি এখন ও ওকে মনেপ্রাণে ভালবাসে.........,................'এমনিতেই কারও কষ্ট সহ্য করতে পারিনা তার উপর আমার জন্য.............তাই সিদ্ধান্ত নিলাম আর নয় একে ত একজনকে কষ্ট দিয়ে আমি সুখি হতে চাই না তদুপরি যে মেয়ে আমাকে পেয়ে তার আগের rltn lvr টাকে ভুলে গেল............'কয়দিন পর আমাকে ভুলবে না তার নিশ্চয়তা কি.....?............

১৫/০২/১২
জানালাম ওর সাথে rltn রাখা সম্ভব না আমাকে যদি সত্যি ভালবেসে থাকে ত ওর আগের bf এর কাছে চলে যেতে..............ও বলল impsble,..,...কিছুতেই পায়বেনা..........বললাম তাহলে ত তুমি আমাকে একটুকু ভালবাস না,..,...........আর কিছু না বলে cl কেটে দিলাম.,...........

১৭/০২
টানা দুই দিন ওর অশ্রুমাখা আবেগপূর্ণ কথা শুনতে শুনতে আমার ভেতরের জমাট বাধাঁ বরফ গুলো গলতে লাগল,...........................বললাম ,.i'm with u whole lyf......'plz stop ur cryng.....,.....,...আর মনে মনে প্রতিজ্ঞা করলাম যতই দুঃখ-কষ্ট হোক না কেন জীবনের শেষ দিন পর্যন্ত ওর পাশে থাকব,,,,বিধাঁতা তখন বুঝি মুখ টিপে হাসছিলেন.........
সন্ধ্যার দিকে বলল ওর মামা আসছেন ওকে ওর নানু বাড়ি নিতে.....শুনেই ভিতরটা কেমন করে উঠল.,.,বললাম আমার মন কেমন করছে....না গেলে হয় না.......'ও বলল একদিন পরই চলে আসবে,আর ওখানে গেলে mbl use করতে পারবে না,......'কথায় বুঝলাম ওর নানু বাড়ি ও যাবে আমার কি?.........'বললাম যাও...তারাতারি এসো....বলতেই কেমন জানি লাগছিল বোঝাতে পারব না......................

১৯/০২.,
একদিন পর আসল ঠিকই..''আসার সাথে সাথে call ও দিল.............তবে যা বলল....,তার জন্য একেবারে অপ্রস্তুত ছিলাম........স্বপ্নে-জাগরণ বা কল্পনায়ও ভাবিনি ও যে এমন কথা বলবে..,......'বলল ওর মামীর সাথে ও আমাদের বিষয়টা শেয়ার করছিল আর উনার সদুপদেশ মত এক্স bf এর সাথে rltn এ engaged হতে চায়.....,
বললাম আমি থাকতে পারব..............,..অনেক কাকুতি মিনতি করা সত্বেও ও আমার কোন কথা শুনল না.............যদিও ও জানত আর মাত্র কিছুদিন পর আমার hsc xm,...........

...........call কেটে দিল.,,.,তারপর আর ২-৪কথা হয়েছে.......lstবার হয়েছিল 28.02.12.......আজ প্রায় ৪মাস.....,..,.........একটি বারের জন্যেও একটা cl/msg দেয় নি.................ওর খুব cls frnd এর কাছ থেকে জেনেছি ও নাকি খুব সুখে আছে....,...........আমিও চাই ও সুখেই থাকঁ..................
......সবাই দোয়া করবেন plz...............যাতে কষ্টটা আমি সহ্য করতে পারি আর ও ভাল থাকে.......,...................

No comments:

Post a Comment