তেলাপোকা চিৎপটাং হয় কেন?
অনেক সময় দেখা যায়, ঘরের মেঝেতে কোনো তেলাপোকা চিৎপটাং অবস্থায় পড়ে আছে। এটা তাদের আত্মরক্ষার একটি কৌশল। তেলাপোকাকে মারার জন্য তাড়া করলে ওরা এ কাণ্ডটি করে। কিছুদূর দৌড়ে মেঝের প্রান্তে গিয়ে ওরা পেছনের পায়ের আঁকশি দিয়ে ধাক্কা দিয়ে এক ডিগবাজি খায়। এভাবে ১৮০ ডিগ্রি ঘুরে একেবারে উল্টো হয়ে পড়ে থাকে। তখন মনে হয় তেলাপোকা যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। কারণ, তার বাদামি রঙের খোলসটি আড়ালে চলে যায়। সম্পূর্ণ ব্যাপারটা এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময়ের মধ্যে ঘটে। এত দ্রুত পটকান খেতে গিয়ে তার শরীরের ওপর মাধ্যাকর্ষণজনিত শক্তির তিন থেকে পাঁচ গুণ বেশি চাপ পড়ে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের একজন বিজ্ঞানী এ নিয়ে গবেষণা করে তেলাপোকার এই অসাধারণ কৌশলটি লক্ষ করেছেন। তক্ষকজাতীয় প্রাণীও এই কৌশলটি জানে। দেখা গেছে, ওরাও আক্রান্ত হলে চিৎপটাং হয়ে নিজেকে চোখের পলকে উধাও করে ফেলে!
"Read more fun story click here"
অনেক সময় দেখা যায়, ঘরের মেঝেতে কোনো তেলাপোকা চিৎপটাং অবস্থায় পড়ে আছে। এটা তাদের আত্মরক্ষার একটি কৌশল। তেলাপোকাকে মারার জন্য তাড়া করলে ওরা এ কাণ্ডটি করে। কিছুদূর দৌড়ে মেঝের প্রান্তে গিয়ে ওরা পেছনের পায়ের আঁকশি দিয়ে ধাক্কা দিয়ে এক ডিগবাজি খায়। এভাবে ১৮০ ডিগ্রি ঘুরে একেবারে উল্টো হয়ে পড়ে থাকে। তখন মনে হয় তেলাপোকা যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। কারণ, তার বাদামি রঙের খোলসটি আড়ালে চলে যায়। সম্পূর্ণ ব্যাপারটা এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময়ের মধ্যে ঘটে। এত দ্রুত পটকান খেতে গিয়ে তার শরীরের ওপর মাধ্যাকর্ষণজনিত শক্তির তিন থেকে পাঁচ গুণ বেশি চাপ পড়ে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের একজন বিজ্ঞানী এ নিয়ে গবেষণা করে তেলাপোকার এই অসাধারণ কৌশলটি লক্ষ করেছেন। তক্ষকজাতীয় প্রাণীও এই কৌশলটি জানে। দেখা গেছে, ওরাও আক্রান্ত হলে চিৎপটাং হয়ে নিজেকে চোখের পলকে উধাও করে ফেলে!
"Read more fun story click here"
ভালবাসার গল্প, কষ্টের গল্প, প্রেমের গল্প
ReplyDeleteকষ্টের ভালবাসার গল্প
সিরিজ গল্প
ভৌতিক গল্প
বাংলা জোকস্
ফেসবুক স্ট্যাটাস
কবিতা ভান্ডার
ইসলামিক গল্প
অসাধারণ.! অনেক মজা পেলাম,আমার সাইটে ঘুরে আসার জন্য অনুরোধ রইল, আমাদের সাইটে Comment backlink করতে চাইলে,
ReplyDeleteনিচের লিংকে ক্লিক করে ঘুরে আসুন আমাদের সাইটে।
https://mytecbd.com/
,
,