অপেক্ষা......

অপেক্ষা......

তার সাথে আমার পরিচয় কলেজ জীবনে পা দেওয়ার ১৫/২০ দিন পর। সেদিন কলেজ থেকে ফেরার পর মোবাইলে একটা কল আসে,তখনই তার সাথে পরিচয়। এরপর আস্তে আস্তে আমাদের মধ্যে অনেক ভাল একটা সম্পর্ক গড়ে উঠে| 

ছোটবেলা থেকে মেয়েদের সাথে তেমন একটা মেশা হতো না, কিন্তু ওর সাথে পরিচয় হবার পর থেকেই কেনো জানি নিজের ভেতরে পরিবর্তন আসতে থাকে। তখনই হয়তোবা বুঝেছিলাম i am in love...
তার দিক থেকেও ব্যাপারটা ছিল একই রকম। তাই ভালবাসি শব্দটা কেউ কাউকে তখনও বলতে পারি নি!! অনেক অনেক ভালবাসা আর ভাললাগা ছিল আমাদের মাঝে।

দুজন যখন একসাথে থাকতাম অনেক মজা হতো, অনেক enjoy করতাম আমরা সময়গুলো ।
আজকের বৃষ্টিভেজা দিনটাতে তাই তার স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ছে । কলেজে যাবার সময় যেদিনই বৃষ্টি হতো রিক্সা থেকে নেমে আমরা ভিজতাম । একদিনের কথা খুব মনে পড়ে,"হাঁটতে হাঁটতে যাওয়ার সময় হঠাত্‍ বৃষ্টি শুরু হলো,ছাতা মেলে চলতে শুরু করলাম, একটু পর আমার ছাতাটা ফেলে দিয়ে ওর ছাতার নিচে একসাথে হাঁটতে লাগলাম। ক্ষানিকপর সেও তার ছাতাটা ফেলে দিল । বেশকিছুক্ষণ হাঁটার পর ছাতার কথা মনে পড়ল,এর আগে ভুলেই গিয়েছিলাম যে আমরা ছাতা ফেলে এসেছি....এভাবেই হারিয়ে যেতাম আমরা....

তাকে খুব প্রশ্ন করতে ইচ্ছা করে, 'তোমারও কি মনে আছে সেই দিনগুলোর কথা??'
রিক্সা নিয়ে ঘুরে বেড়ানোর সেই দিনগুলোর কথা??

মনে আছে যেদিন তোমাকে accident থেকে বাঁচাতে গিয়ে হাত কেটে গিয়েছিল আমার?? তোমার শুভ্র ওড়না দিয়ে মুছে দিয়েছিলে আমার হাত বেয়ে ঝরে পড়া রক্ত বিন্দুগুলো....আমি বাঁধা দিয়েছিলাম,,কিন্তু তা না শুনে তুমি বলেছিলে, যখন আমি তোমার কাছ খেকে দূরে থাকব তখন সেই রক্তে আমার অস্তিত্ব খুঁজবে তুমি.!!.সে সময় তোমার দুচোখ বেয়ে নেমে যাওয়া অশ্রু ফোটার কথা মনে করে এখনও আমি ভালবাসার স্পর্শ খুঁজি...
জানতে ইচ্ছে করে, এখনও কী সেই রক্তের দাগগুলো তোমার স্পর্শ পায়???

কলেজ থেকে আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরার ওই দুপুরগুলো এখনও অনেক miss করি...হাঁটার সময় তোমার আলতো ছোঁয়া,চিমটি,ঘুষি আর নখের আছড়ের ভয়টাও অনেক miss করি...
আগে তোমার সাথে কথা বলতে বলতে রাত ভোর করে দিতাম আর এখন তারা দেখে দেখে..
তোমার কথা বলার সময় আগে ঘুম আসলেও এখন পুরোটা রাত আমি নির্ঘূমই থাকি...
সকালবেলা ফোন করে ঘ্যান ঘ্যান করে না কেউ!! রাতে চাঁদ দেখার কথাও কেউ মনে করিয়ে দেয় না..!

"কতটা ভালবাসি তোমাকে",এই প্রশ্নটার উত্তর আমি কখনই দিতে পারি নি তোমাকে...
ঈদে গ্রামে যাওয়ার দিন ভোরবেলা প্রচন্ড কুয়াশার মাঝে যখন স্টেশনে দাঁড়িয়ে ছিলাম তোমাকে একবার দেখার জন্য তখন নিশ্চয়ই বুঝেছিলে কতটা ভালবাসি তোমায়!!
কলেজে বা কোচিং এ অন্য কোন মেয়ের সাখে কথা বলার সময়কার তোমার চোখও আমাকে বুঝিয়ে দিত কতটা ভালবাস তুমি আমাকে!!

মনে পড়ে শীতের সেই বিকেল বেলার কথা??রেল লাইনের সমান্তরাল পথে হাঁটার সময় কিসের যেন মাথার কঙ্কাল দেখে ভয়ে আমাকে জড়িয়ে ধরা আর তারপর তোমার লজ্জাময় মুখের সেই মুহূর্তের কথা কি কখনও ভুলে থাকা সম্ভব..!!?!!
সেই সমান্তরাল পথটা হারিয়ে যেতেও যে খুব একটা দেরি হয় না তা কিছুদিন পরেই বোঝা গেল...
কেন বিধাতা এত তাড়াতাড়ি কেড়ে নিল তোমাকে?
কী দোষ ছিল আমার?
কেন আমাকে ছেড়ে এত দ্রুত অজানায় হারিয়ে গেলে তুমি?
আমাকে ভালবাসতে শিখিয়ে কেন ভালবাসা না নিয়ে চলে গেলে..!!

রাতের লক্ষ কোটি তারাদের মাঝে তোমাকে খুঁজে রাত পার করি এখন...
শেষবার যখন তোমার সাথে কথা হয়েছিল তুমি বলেছিলে, যেখানেই থাক একই রকম ভালবাসবে আমাকে...সত্যিই কি ভালবাস এখনও আমাকে??
আমিও এখন আকাশের তারা হয়ে তোমার কাছে যাবার অপেক্ষায় আছি...
মহান সৃষ্টিকর্তা আমাকে নিশ্চয়ই সে সুযোগ দিবেন,
সেই দিনের অপেক্ষায়....

##সেই ছিল আমার প্রথম এবং একমাত্র ভালবাসা,১ বছর আগে একটা accident'e সে না ফেরার পথে পাড়ি জমিয়েছে...এখনও ভালবাসি তাকে, অনেক অনেক অনেক বেশি ভালবাসি তাকে...যেখানেই থাকো না কেনো ভালো থেকো আল্লাহর কাছে সবসময় শুধু এটাই প্রার্থনা করি##

No comments:

Post a Comment