তুমি কিভাবে জেনেছিলে ???

তুমি কিভাবে জেনেছিলে???

দুই ঘণ্টা কাকভেজা ভিজে কাঙ্ক্ষিত ট্রেন এ উঠলাম। ব্যাগ ঠিক করে আমার সিট এ বসতেই হটাত ‘জোর যার মুল্লক তার’ ভাব নিয়ে প্রায় আমাকে ধাক্কা দিয়েই আমার পাশের সিট এ বসেছিলে যেন তুমি আগে থেকেই জানতে দূর যাত্রায় আমার একজন সঙ্গি লাগবেই। ‘আমি কোন অজানা মানুষের সাথে কথা অথবা পাশে বসে জার্নি করিনা’। 
ভাব নিয়ে আমি কথাটা তোমাকে বললেও একটা মিষ্টি হাসি দিয়েই তুমি আমার হাজার চাওয়ায়ের ঝগড়াটার ইতি টেনেছিলে। সারাটা পথ তুমি একাই কথা বলেছিলে আর আমি মন্ত্রমুগ্ধের মত শুনেছিলাম। কখন যে ভাললেগে গিয়েছিল বুঝতেই পারিনি। অন্য একটি স্টেশন এ ট্রেন টি কিছুক্ষণের জন্য থামার সাথেই সাথেই তুমি নেমে দুটি আইস্ক্রেম, তাও আবার চকোলেট ফ্লেভার এর নিয়ে এসেছিলে। আমি না করতে পারিনি। এতটাই অবাক ছিলাম যে নিরবাক তাকাটাই উপযুক্ত মনে হয়েছিল। তুমি কিভাবে জেনেছিলে?? কিভাবে বুঝেছিলে বৃষ্টির ঠাণ্ডা হাওয়ার সাথে আইস্ক্রেম এর চকোলেট ফ্লেভার টাই আমার ভীষণ পছন্দ? কিভাবে জানতে একলা এত পথ আমি একা একা যেতে পারিনা।
প্রথমবার ফোনে আমাকে জিগ্যেস করেছিলে তোমার সাথে কথাও যাওয়ার কথা বললেই আমি বকা দিব নাকি? শুধু বলেছিলাম ‘যাবো’। অনেকটা অপ্রত্যাশিত ভাবেই আমাকে নিয়ে গিয়েছিলে লেক এর ধারে। এক পাশে লেক এর স্বচ্ছ পানিধারা, অপর দিকে খোলা দিগন্তের মত সবুজ মাঠ, আর সদ্য সন্ধ্যা হওয়া আকাশে জ্বলজ্বল করতে থাকা একমুঠো তারা। এত বেশি কল্পনাতীত সারপ্রাইস আমাকে দিবে বুঝতেই পারিনি। আমার সপ্নে আমি যেরকম কল্পনা করেছিলাম ঠিক তেমনই জায়গা আমাকে উপহার দিয়েছিলে। সেদিনেই প্রথম তোমার হাত ছুঁয়েছিল আমার হাত। তোমার আঙ্গুলের স্পর্শে আমার পুরো শরীরে বিজলিধারা বয়ে গিয়েছিল। হ্রিদস্পন্দন বেড়ে গিয়েছিল কয়েক হাজার গুন বেশি। আমার দু’কাধে দু’হাত রেখে আমার কানে ফিসফিস করে বলেছিলে ‘তোমাকে আমি ভালোবাসি’।
তুমি কিভাবে জানতে কোন রেস্টুরেন্ট অথবা মুভি না, বরং এমন প্রকৃতি আমার আর আমার পছন্দের মানুষের জন্য আমার পছন্দ?? কিভাবে জানতে যখন তোমার চোখে চোখ রেখেছিলাম, শুনতে চেয়েছিলাম তোমার মুখে ‘ভালোবাসি’ শব্দটি?? 
মনে পরে, যখন আমার মঞ্চ নাটকের ডায়ালগ আমি আনতে ভুলে গিয়েছিলাম,তুমি আমার পাশে ছিলে। নাটক শুরু হওয়ার ১ঘণ্টা আগে যখন ফুপিয়ে কাঁদছিলাম আমাকে জরিয়ে ধরে রেখেছিলে। আমাকে বাইরে এনে ভ্যানিলা আইসক্রেম দিয়েছিলে, চকোলেট না দিয়ে। জানতে আমার কিছু নতুন ট্রাই করা দরকার। ৩০মিনিট বুঝানোর পর আমি কনভেন্সড হয়েছিলাম। হেসে বলতে বাধ্য হয়েছিলাম যে আমি সব পারবো। তুমি আমার দিকে তাকিয়ে হেসেছিলে- সেই হাসি যেই হাসিটা তুমি তখন ই দাও যখন তুমি কিছু বুঝতে পারো যা আমি বুঝাতে চাইনা। আমার কপালে চুমু খেয়ে বলেছিলে ‘আমি জানি তুমি পারবে। তোমার নাটক সব্বাইকে বিমোহিত করবে’।
তুমি কিভাবে জেনেছিলে? প্রতিবার তুমি কিভাবে জানতে আমাকে কিভাবে হাসাতে হয়??
সেই শনিবার, যেদিন আমার একটা বেক্তিগত অনুষ্ঠানের জন্য আমি আমাদের ডেট এর মাত্র ২ঘণ্টা আগে তোমাকে বলেছিলাম যে আমি যেতে পারবো না। কথাটা ফোনে বলেই আমি তোমার বকা খাওয়ার জন্য নিজেকে তৈরি রেখেছিলাম। কিন্তু না- তুমি আমার উপর একটু ও রাগ দেখাওনি, যা আমার কাছে প্রায় অস্বাভাবিক মনে হয়েছিল। শুধু বলেছিলে ‘বেপার না। পরের বার আমাকে এই খবর আর দিওনা কিন্তু’।
তোমার কথায় ছিলনা অভিমান। ছিলনা ক্ষোভ। তুমি বুঝেছিলে আমাকে, আমার অনুভূতিকে। আমি নিজেও তো অজানা দুঃখের সাগরে ছিলাম তোমাকে মানা করে। তুমি কেন এত আন্ডারস্ট্যান্ডিং ছিলে?? কেন??
আমাদের প্রথম ঝগড়া খুব সাধারণ কারনেই ছিল। কি নিয়ে হয়েছিল আমার মনে নেই কিন্তু এটা মনে আছে যে সব দোষ আমার ই ছিল। মনের ফ্ল্যাশব্যাক এ দেখতে পাই তোমাকে এক ধাক্কায় নিজের কাছ থেকে দূরে ঠেলে দাওয়া, মুখের উপর দরজা লাগিয়ে দাওয়া, ফোনে তোমার উপর অকারনে চিৎকার করা। প্রতিবার তুমি কিভাবে এত শান্ত ছিলে? আমাকে একবার ও কেন ধমক দাওনি? আমার মনে পরে কান্না- তোমার উপর রাগ করে কানতে কানতে যখন বাসায় এসেছিলাম তখন বাসার দরজার সামনেই দেখলাম কুরিয়ার সার্ভিসের পাঠানো একটি গিফট যার উপরে একটি চিরকুটে লিখা ছিল ‘I am sorry’। তুমি কিভাবে সবসময় আমার হৃদয় জিতে নিতে তোমার একটু ভালবাসার ছোঁয়া দিয়ে?? কিভাবে??
কিন্তু তুমি আর আমার কাছে নেই। শুনেছিলাম, কখনও, কোনদিন, যদি খুব কষ্টকর কিছু হয় তাহলে সেটা ভুলে থাকার একমাত্র উপায় মনে করা সেটা কখনও হয়নি। ঠিক ই শুনেছিলাম মনে হয়। কারন আমি চাইনা কিছু আমার মনে থাকুক। একটা জিনিশ যেটা আমার মনে আছে এখনও --- এ্যাম্বুলেন্স এ তোমার হাত ধরে থাকা এবং......... !! 
আমি দুঃখিত। কখনও কখনও আমি তোমাকে সত্যি অনেক কষ্ট দিয়েছিলাম। কিন্তু কখনই সেটা আমার উদ্দেশ্য ছিলনা। আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিলে তুমি। তোমার সাথে কাটানো প্রতিদিন আমার কাছে ছিল নতুন এর মত। It was like everyday is a new beginning when I am with you. তুমি আমাকে ভালবাসতে শিখিয়েছিলে। যখন অন্য কেউ আমাকে বিশ্বাস করেনি,তুমি করেছিলে। তুমি আমাকে তখন বিশ্বাস করেছিলে যখন আমার নিজের উপর ও আমার বিশ্বাস ছিলনা। আমার কানে এখনও সেই কথা ভাসে ‘ কখনও ভয় পেওনা স্বপ্ন দেখতে এবং বাঁচতে। তোমার খুব সুন্দর একটা মন আছে যা তোমাকে নিয়ে যাবে অনেক উপরে, হিমালায়া কে ছারিয়ে’।
তুমি কিভাবে জেনেছিলে?? কিভাবে বুঝেছিলে আমার মনের সুপ্ত আমিকে?? 
তোমাকে আমি কখনও ভুলবো না। কখনও সম্ভব ও না। তোমাকে ভালবেসেছিলাম, ভালোবাসি, ভালবাসবো। সুনিদ্রায় শায়িত থাকো আমার প্রিয়। সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠ উপহার তুমি-আমার জন্য।

No comments:

Post a Comment